1.
একটি নিরেট ঘনকের ধার গুলির দৈর্ঘ্যের সমষ্টি 36 সেমি হলে ঘনকটির আয়তন কত?
2.
একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 10 সেমি। 15 মিনিটে ওই কাঁটার অগ্রভাগ কত দূরত্ব অতিক্রম করবে?
3.
প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার যৌগিক গড় হবে কত?
4.
sinθ – cosθ = 0 এবং secθ + cosecθ = x হলে, x এর মান কত হবে?
5.
2x² + kx + k – 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যো্ন্যক হলে, k এর মান কত হবে?
6.
বার্ষিক 5% সরল সুদের হারে x টাকার মাসিক সুদ 1 টাকা হলে, x এর মান
7.
\[sin^275°+cos^215°\] এর মান হল
8.
△ABC এর পরিকেন্দ্র O, ∠OAB=50° হলে ∠ACB এর মান কত?
9.
বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বক্ররেখা দুটির বিন্দু থেকে পাওয়া যায়?
10.
AB ও CD দুটি সমান্তরাল জ্যা-এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি ।বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত হবে?