1.
\[sin^275°+cos^215°\] এর মান হল
2.
একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 10 সেমি। 15 মিনিটে ওই কাঁটার অগ্রভাগ কত দূরত্ব অতিক্রম করবে?
3.
একটি শঙ্কুর অর্ধশীর্ষকোণ 30°। তারমধ্যে একটি বৃহত্তম গোলক অবস্থিত। শঙ্কু ও গোলোকের ব্যাসার্ধের অনুপাত–
4.
একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল=S, কর্ণের দৈর্ঘ্য =D হলে নিচের কোনটি সঠিক?
5.
একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে, শঙ্কুর শীর্ষ কোণের মান কত হবে?
6.
একটি পরিসংখ্যা বিভাজন শ্রেণি গুলি 1-10, 11-20, 21-30, 31-40, 41-50 হলে প্রতি শ্রেণীর দৈর্ঘ্য–
7.
বার্ষিক 6 \[frac{1}{4}\] সরল সুদের হারে কোন মূলধন তিন গুন হবে কত বছরে?
8.
একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন এর শতকরা কত বৃদ্ধি পাবে?
9.
b হল a এর সরল সুদ এবং c হল b এর সরল সুদ। প্রদত্ত কোনটি সঠিক?
10.
বার্ষিক 5% সরল সুদের হারে x টাকার মাসিক সুদ 1 টাকা হলে, x এর মান